Update News

6/recent/ticker-posts

Header Ads Widget

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিজিএ) পদের নাম: সিনিয়র একাউন্টস ক্লার্ক

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল

পদের নাম: সিনিয়র একাউন্টস ক্লার্ক 

সময়: ৬০ মিনিট      তারিখ: ২০.০৫.২০২২ পূর্ণমান: ১০০ (প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা যাবে। 

১. হুমায়ুন আহমেদের ‘শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি হচ্ছে 

ক. নগর জীবন 

খ. জেলেদের জীবন 

গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ 

ঘ. গ্রামীণ জীবন

উ. গ। 

২. চর্যাপদ' মূলত 

ক. কবিতার সংকলন

খ, গানের সংকলন 

গ.প্রবন্ধের সংকলন

ঘ. দেবী বন্দনা

উ. খ

৩.‘সই কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া”- এ অমর উক্তির রচয়িতা 

ক. ভারতচন্দ্র

খ. লুইপা 

গ. রামাই পণ্ডিত

ঘ. চণ্ডীদাস 

উ: ঘ

৪.বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে।

ক. মুহসীন কলেজ 

খ. ফোর্ট উইলিয়াম কলেজ 

গ. শ্রীরামপুর কলেজ 

ঘ. সংস্কৃত কলেজ 

উ. খ

৫. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? 

ক. বলাকা 

খ. সােনার তরী 

গ. গীতাঞ্জলি 

ঘ. বসন্ত 

উ: ঘ

৬. মাওলানা আকরম খাঁ রচিত মােস্তফা চরিত' গ্রন্থটি 

ক. কাব্যগ্রন্থ 

খ. উপন্যাস 

গ. নাটক 

ঘ. সীরাতগ্রন্থ 

উ: ঘ

৭.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? 

ক. সারদা দেবী

খ. চন্দ্রাবতী

গ. স্বর্ণকুমারী দেবী 

ঘ. বেগম রােকেয়া

উঃ খ

৮. কোনটি ঐতিহাসিক নাটক? 

ক, শর্মিষ্ঠা 

খ. রাজসিংহ 

গ. পলাশীর যুদ্ধ 

ঘ. রক্তাক্ত প্রান্তর 

উ. ঘ 

৯. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ' কার লেখার 

অনুবাদ? 

ক. William Wordsworth 

খ. Somerset Maugham 

গ. William Shakespeare 

ঘ. Charles Dickens 

উ. গ

১০.নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?

ক, অগ্নিবীণা 

খ. বিষের বাঁশি 

গ. ব্যথার দান 

ঘ. ছায়ানট

উ: খ

১১. ‘ক’ থেকে ‘ল’ পর্যন্ত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত? 

ক. ২৫টি 

খ, ২৮টি 

গ. ২৭টি 

ঘ. ২৬টি 

উ. খ। 

১২. উচ্চারণের একক (Unit)-কে কী বলা হয়? 

ক. অক্ষর 

খ. অনুসর্গ 

গ. উপসর্গ 

ঘ. ধ্বনি 

উ: ক

১৩. কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি 

ক. ক

খ. ঙ

গ. হ

ঘ. ঝ

ব্যাখ্যা: ক ও ঙ হলাে কণ্ঠ ধ্বনি; হ হলাে কণ্ঠনালীয় ধ্বনি; ঝ হলাে তালব্য ধ্বনি।

১৪. কোনটি শুদ্ধ বানান?

ক. সর্বাঙ্গীণ 

খ. সৰ্ব্বাঙ্গীন 

গ. সর্বাঙ্গীন 

ঘ. সর্বাঙ্গিন 

উ, ক। 

১৫. সন্ধির প্রধান কাজ কী? 

ক. ধ্বনি পরিবর্তন 

খ. অর্থের পরিবর্তন 

গ. পদের পরিবর্তন 

ঘ. বাক্য সংকোচন 

উ. ক। 

১৬. “বিধবা’ শব্দের বিপরীত লিঙ্গ কী? 

ক, সধবা 

খ. বহুপত্নীক 

গ. বিপত্নীক 

ঘ. অধবা 

উ. গ। 

১৭. বদনাম' শব্দের বদ কোন ভাষার উপসর্গ? 

ক. বাংলা 

খ. ফারসি 

গ. আরবি 

ঘ. হিন্দি 

১৮. নিচের কোনটি একবচনের উদাহরণ?

ক, মানুষ মরণশীল 

খ. লােকে বলে 

গ. ডাক্তার রুগী দেখছে। 

ঘ, বনে বাঘ বাস করে 

উ, গ।

১৯. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? 

ক, গাছপাকা 

খ. বিদ্যালয় 

গ. সিংহাসন। 

ঘ, দিলদরিয়া 

উ: খ

২০. 'বিষাদসিন্ধু' কোন কর্মধারয় সমাস? 

ক, উপমান। 

খ, উপমিত 

গ, রূপক 

ঘ, মধ্যপদলােপী 

উ. গ। 

২১. ... mother rose in her.

ক. A. 

খ. The 

গ. An 

ঘ, No article 

উ: খ

২২. The verb from of “politics' is 

ক. Political . 

খ.Politically 

গ. Politicise 

ঘ. Policy 

উ. গ

 ২৩. To Keep one's head means 

ক. to save oneself 

খ. to be self- respectful 

গ. to keep calm in difficult situation 

ঘ. None of these 

উ. গ 

২৪. Which one of the following in not written 

Shakespeare? 

ক. Macbeth 

খ. Othello 

গ.. Hamlet 

ঘ. Dr. Faustus 

উ: ঘ

২৫. ‘Pride and Prejudice is 

ক. Short story 

খ. a drama 

গ. ode 

ঘ. a nove

উঃ ঘ

২৬. What is an epic? 

ক.A heroic depiction 

খ. A historic fiction 

গ. A long narrative poem

 ঘ. A collection of poem 

উ, গ। 

২৭.. The man was ... murder. 

ক. hung for 

খ. hanged 

গ. hanged for 

ঘ. hang for 

উ, গ 

২৮, Choose the correct sentence 

ক. It is a true fact 

খ. It is a fact 

গ. The fact is true 

ঘ. This a fact 

উ: খ

২৯, মানবজাতি এখন সংকটপন্ন' এর সঠিক ইংরেজি অনুবাদ 

কোনটি? 

ক. Mankind are at a stake now. 

খ. Mankind are at danger now.

 গ. Mankind is at stake now. 

ঘ. Mankind are stake now. 

উ. গ। 

৩০. Water: Evaporate : Ice:? 

ক. cold 

খ. snow 

গ, fall 

ঘ. melt 

উঃ ঘ

৩১. Which one is incorrectly spelled? 

ক. superstitions 

খ, hallucination 

গ. assassination 

ঘ. inaguration

উঃ ঘ

৩২. The synonym of 'pinacle'is 

ক. adroit 

খ, absurd 

গ valiant 

ঘ, acme 

উঃ ঘ

৩৩. ‘Dormant' is similar to 

ক. inactive 

খ. fervor 

গ. suspicious 

ঘ. brittle 

উঃ ক

৩৪. Change the speech: “May God bless you". 

He said to me. 

ক. He wished that God might bless him. 

খ. He wished to me that God might bless him 

গ. He wished that God might bless me. 

ঘ. He wished his blessing 

উ. গ 

৩৫. Don't laugh at the poor.(Make it passive) 

ক. Let not the poor be laughed. 

খ. Let the poor be not hughed. 

গ. Let the poor is not lughed at. 

ঘ. Let not the poor be laughed at. 

উঃ ঘ

৩৬. ......, he would have passed the admission 

test. 

ক. If he studied more 

খ. If he had studied more

গ. If he studies well 

ঘ. If he may study 

উ. খ।

৩৭. You had better ... the offer. 

ক. than 

খ.welcomed 

গ. accept 

ঘ. accepted

 উ. গ। 

৩৮. Each of the students who filled out the 

admission form.... the test. 

ক. have appeared at 

খ. has appeared at 

গ. are appearing at 

ঘ. is appearing 

উ: খ

৩৯. There is little milk in the glass. (make it 

Interrogative) 

ক. Is there little milk in the glass? 

খ. Isn't there little milk in the glass? 

গ. Is there any milk in the glass? 

ঘ. Isn't there any milk in the glass? 

উ, গ। 

৪০.. It is I who am to blame. Name the pronoun 

of the underline word: 

ক. Interrogative pronoun 

খ. relative pronoun 

গ. Demonstrative pronoun 

ঘ. Indefinite pronoun 

উঃ খ

৪১. ১, ১, ২, ৩, ৫, ৮, ...... এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ 

কত? 

ক. ২১

খ. ১৩ 

গ. ১৯ 

ঘ, ১৬ 

উ. ক 

৪২. ১/৪ - ১/৬ + ১/৯ - ১/৭... ধারাটির অসীম পদের সমষ্টি কত? 

ক. ২০/৩

খ. ৩/২০

গ. ২০ 

ঘ. ৩

উঃ খ

৪৩. প্রথম দিনে ১ টাকা, দ্বিতীয় দিনে ২ টাকা, তৃতীয় দিনে ৪ টাকা, চতুর্থ দিনে ৮ টাকা, এরূপভাবে দান করলে ১৫ দিনে মােট কত টাকা দান করা হবে? 

ক. ৬৫,৬৩৫

খ, ৩২,৭৬৭ 

গ. ১৬,৩৮৩ 

ঘ, ৮,৯১ 

৪৪. -৩০ এবং -৪০ সংখ্যা দুটির গড় ব্যবধান কত? 

ক. -৩৫ 

খ. ৩৫

গ. ৫ 

ঘ. -৫

উ. গ

৪৫. ৩০, ১২, ২২, ১৭, ২৭, ২৫, ২০, ২৪,, ১৯, ২৩, ৩২, 

২৬, ২৯, ৩৫, ২১, ১১, ২৮ এবং ১৯ সংখ্যাগুলাের মধ্যক 

ও প্রচুরক কত??

 ক, মধ্যক ২৩,প্রচুরক ১৯

খ. মধ্যক ২৩, প্রচুরক ২৭ 

গ. মধ্যক ২২, প্রচুরক ২০ 

ঘ. মধ্যক ২৪, প্রচুরক ২০ 

উঃ ক

৪৬. পাঁচ বাহু বিশিষ্ট বহুভূজের কতটি কর্ণ আছে? 

ক. ৪টি 

খ, ৩টি 

গ. ৬টি 

ঘ. ৫টি 

উ. ঘ। 

৪৭. DEGREE’ শব্দটির অক্ষরগুলাে থেকে যেকোন ৪টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে? 

ক. ৬ 

খ. ৭

গ. ৮ 

ঘ. ৯

উ: খ

৪৮, ১৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য ২৪ সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব কত সে.মি.? 

ক. ৫ 

খ. ৩

গ. ৬ 

ঘ, ৪ 

উ: ক

৪৯. a -[a - {a-a-1)}] 

ক. a 

খ. -1 

গ. a -1 

ঘ, a +1 

উ: খ

৫০.একটি গুণােত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -৪৮ এবং পঞ্চম ৩/৪ হলে সাধারণ অনুপাত কত?

ক. -১/৪

খ. -১/২

গ.১/৪

ঘ. ১/২

উ: ক


৫১. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা 

হলাে যেন ছােট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছােট অংশের দৈর্ঘ্য কত ফুট? 

ক. ৬ 

গ. ১০ 

ঘ. ৮ TTTTTTTTTTTTTTTTTTTTTTTTE - 

উঃ ঘ

৫২. f(x) = x- 2x+10 হলে f(0) = কত? 

ক. 10 

খ. 7 

গ, 9 

ঘ, 6 

উ, ক

৫৩. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম 

 সংখ্যার বিয়ােগফল কত? 

ক. ৩১৪৭ 

খ, ২২৮৭ 

গ, ২৯৮৭ 

ঘ, ২১৮৭ 

উঃ ঘ

৫৪. 3 - 3 x 3 - 3 এর মান কত? 

ক. -1 

খ. 0.

গ. -9 

ঘ, 9 

উঃ গ

৫৫. √2 সংখ্যাটি কোন জাতীয় সংখ্যা? 

ক. স্বাভাবিক সংখ্যা 

খ. মূলদ সংখ্যা। 

গ. পূর্ণ সংখ্যা। 

ঘ. অমূলদ সংখ্যা।

উ. ঘ

৫৬. 0.1 এর বর্গমূল কত? 

ক. 0.01 

খ. 0.10. 

গ. 0.25 

ঘ. কোনােটিই নয় 

উঃ ঘ

৫৭. ২০০২ কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু নয়? 

ক. ১৩, ৭৭, ৯১, ১৪৩

খ, ৭, ২২, ২৬, ৯১

গ, ২৬, ৭৭, ১৪৩, ১৫৪

ঘ. ২, ৭, ১১, ১৩ 

উঃ ক

৫৮. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের সমষ্টি কত? 

ক. ৪৯৯৯ 

খ. ৫০১ 

গ. ৫০৫০ 

ঘ. ৫০০১ 

উ. গ। 

৫৯. যদি x + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়,

তবে h এর মান কত? 

ক. 10 

খ. 9. 

গ, -9 

ঘ, -1

উঃ গ

৬০. একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলাে তার 

দেড়গুণ ক্যাচ আউট হলাে এবং মােট উইকেটের অর্ধেক বােল্ড আউট হলাে। এই দলের মােট কতজন ক্যাচ আউট হলাে? 

ক. ৪ 

খ. ৩

গ. ২ 

ঘ. ৫

উঃ খ

৬১. ইস্তাম্বুলকে পৃথক করেছে কোন প্রণালী? 

ক. হরমুজ 

খ, সুন্দা

গ. বসফরাস। 

ঘ. জিব্রাল্টার

উঃ গ

৬২. মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক কোন পদক্ষেপ নিবে?

ক. সুদের হার কমিয়ে দেবে।

খ. অর্থ সরবরাহ বাড়িয়ে দেবে 

গ, ব্যাংক হার বাড়িয়ে দেবে

ঘ. ডেবিট/ঋণ বাড়িয়ে দেবে

উঃ গ

৬৩. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? 

ক. ময়নামতি 

খ. বিক্রমপুর

গ. মহাস্থানগড় 

ঘ. পাহাড়পুর 

উঃ গ

৬৪. বাংলাদেশ কোন সংস্থার সদস্য? 

ক. ASEAN 

খ. APEC 

গ. NATO 

ঘ. কোনটিই নয়।

উঃ ঘ

৬৫. মুক্তিবাহিনীর ‘ওয়ার স্ট্রাটেজি’ কি নামে পরিচিত? 

ক. তেলিয়াপাড়া স্ট্রাটেজি

খ. বাঘাইছড়ি স্ট্র্যাটেজি

গ. মুজিবনগর স্ট্রাটেজি

ঘ, আগরতলা স্ট্রাটেজি 

উঃ ক

৬৬, মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিল? 

ক. চট্টগ্রাম 

খ, খুলনা 

গ. ঢাকা 

ঘ, বরিশাল 

উ. গ 

৬৭. পিপিপি এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? 

ক. প্রাইভেট প্রাকটিস অন ফিজিক্স 

খ. প্রাইভেট প্রাকটিশনার অন পাবলিক হেলথ 

গ. পাবলিক প্রাইভেট পার্টনারশি

ঘ. প্রাইভেট প্রাকটিস প্রসিকিউটার

উঃ গ


৬৮. নিচের কোন দেশটি স্থল বেষ্টিত নয়? 

ক. লাওস। 

খ. আফগানিস্তান 

গ. ইরান। 

ঘ. মঙ্গোলিয়া। 

উঃ গ

৬৯. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? 

ক. BIMSTEC 

খ. CICA 

 গ. IORA 

ঘ. SAARC 

উ. ক 

৭০. টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে 

৫০০০ রানের মাইল ফলক স্পর্শ করেন 

ক, তামিম ইকবাল 

খ, সাকিব আল হাসান 

গ. মুশফিকুর রহিম

 ঘ. মাহমুদুল্লাহ 

উঃ গ

৭১.‘গ্লাসনস্ত নীতি' কে প্রবর্তন করেন?

ক. পুতিন 

খ. ক্রুশ্চেভ 

গ. ব্রেজনেভ 

ঘ. গর্বাচেভ 

উঃ ঘ

৭২. জিডিপি'র আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি 

কোনটি? 

ক. যুক্তরাষ্ট্র 

খ. চীন

 গ. যুক্তরাজ্য। 

ঘ. অস্ট্রেলিয়া। 

উ. ক।

৭৩. কোন দেশটি কখনও অন্য কোন দেশের উপনিবেশ ছিল। 

উলিয়া 

ক. থাইল্যান্ড

খ. মায়ানমার

গ. ইন্দোনেশিয়া

ঘ. মালয়েশিয়া

উঃ ক

৭৪. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক 

ক. গণপরিষদ 

খ. সুপ্রীমকোর্ট 

গ, আইন মন্ত্রণালয় 

ঘ. জাতীয় সংসদ

উঃ খ

৭৫, শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 

কোন পদকে ভূষিত করা হয়?

 ক. নােবেল পদক 

খ. জুলিও কুরি পদক 

গ. ম্যাগসেসে পদক 

ঘ. মাদাম কুরি পদক 

উ. খ

৭৬. কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি (poet of politics)  উপাধি দিয়েছিলেন। 

ক. নিউজ উইক 

খ. দি ইকনমিষ্ট 

গ, টাইম। 

ঘ. গার্ডিয়ান । 

উ. ক

৭৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মহা 

হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? 

ক. ৯ম ভাগ 

খ. ৭ম ভাগ।

গ. ৮ম ভাগ 

ঘ.  ১০ম ভাগ

উঃ গ

৭৮. ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা কি? 

ক, সম্প্রতি নির্মিত দুটি ভাস্কর্যের নাম। 

খ, স্বাধীনতা সংগ্রামের উপর রচিত দুটি বই 

গ, বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ 

ঘ. মুক্তিযুদ্ধভিত্তিক দুটি মােবাইল অ্যাপস 

উ, গ। 

৭৯. ‘এক্সকুসিভ টুরিস্ট জোন' কোথায় হচ্ছে?? 

ক. পটুয়াখালী 

খ, কক্সবাজার 

গ. বান্দরবান। 

৮০, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২' তৈরি এবং উৎক্ষেপণ করবে কোন 

প্রতিষ্ঠান? 

ক. গ্লাভকসমস (রাশিয়া)

খ. রােসাটম (রাশিয়া) 

গ. কসমস (রাশিয়া)। 

ঘ. থ্যালেস এলেনিয়া (ফ্রান্স) 

উঃ ক



Post a Comment

0 Comments