Update News

6/recent/ticker-posts

Header Ads Widget

Geography of Bangladesh (অবস্থান, ভূ-প্রকৃতি ও জলবায়ু)

১। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ।
২। বাংলাদেশের ভৌগলিক অবস্থান — ২০০৩৪’ উত্তর থেকে ২৬০৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৮০০১’ পূর্ব থেকে ৯২০৪১’ পূর্ব দ্রাঘিমাংশ।

৩। মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলা ভাষার অবস্থান – চতুর্থ।
৪। বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ – ২ টি, ভারত ও মিয়ানমার।
৫। বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর – তিনটি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)।
৬। বাংলাদেশের গড় তাপমাত্রা – ২৫.৭০ ডিগ্রি সে.।
৭। বাংলাদেশের গড় বৃষ্টিপাত – ২০৩ সে.মি.।
৮। বাংলাদেশের আয়তন — ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ।
৯। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত — ৯০ তম।
১০। বাংলাদেশের বরেন্দ্রভূমি বিস্তৃত — রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ।
১১। মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত — গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
১২। মধুপুর ও ভাওয়াল গড়ের আয়তন — প্রায় ৪৩১০ কিঃ মিঃ।
১৩। লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা — আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি:।
১৪। বাংলাদেশের পলল সমভুমি এলাকার আয়তন — প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিঃমিঃ।
১৫। প্লাবন ভুমি এলাকার গড় উচ্চতা কত — সমুদ্র পৃষ্ট হতে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট।
১৬। সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা — ৩৭.৫০ মিটার।
১৭। সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা — ২০ মিটার।
১৮। সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা — ৮ মিটার।
১৯। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য — ৫,১৩৮ কিলোমিটার।
২০। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য — ৭১১ কিঃ মিঃ বা ৪২২ মাইল। কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য — ১৫৫ কিলোমিটার।

Post a Comment

1 Comments