Update News

6/recent/ticker-posts

Header Ads Widget

২০১৯ সালের পিইসি ও জেএসসি পরিক্ষায় রাজস্বখাত ভুক্ত বৃত্তিপ্রাপ্ত (নিয়মিত) শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও প্রেরণ ।

 স্মারকঃ ৩৭. ০২ .০০০০ .১০৯ .৯৯. ০০১ .২০. ১৭                                                          তারিখ ঃ ১০ মে ২০২০


২০১৯ সালের পিইসি ও জেএসসি পরিক্ষায় রাজস্বখাত ভুক্ত বৃত্তিপ্রাপ্ত  (নিয়মিত)  শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও প্রেরণ । 


উপর্যুক্ত বিষয়ের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনকে জানানো যাচ্ছে যে ,
২০১৯ সালের পিইসি ও জেএসসি পরিক্ষায় রাজসস্বখাত ভুক্ত বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারণ) শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা অর্থমন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক জি,টু,পি(E.F.T) এর আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণ করা হবে ।
এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ২০১৯ সালের পিইসি ও জেএসসি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একক /অভিভাবকদের যৌথ নামে বাংলাদেশের অনলাইন সুবিধা সম্পন্ন যেকোন তফসিল ভুক্ত বাণিজ্যিক ব্যাংকে আগামী ০৩/০৬/২০২০ তারিখের মধ্যে অনলাইন "স্কুল ব্যাংক হিসাব" / "ব্যাংক হিসাব" (Bank Account) খোলা এবং পরবর্তীতে উক্ত ব্যাংক হিসাব নম্বর আগামী ০৫/০৬/২০২০ তারিখের মধ্যে MIS এ আপলোড করা জন্য নির্দেশ দেয়া গেল ।
উল্লেখ্য , MIS সফটওয়ার মাউশি অধিদপ্তরের EMIS সেল হতে যথা সময়ে আপলোড করা হবে ।


তথ্য প্রেরণের ক্ষেত্রে নিন্মের বিষয়গুলো নিশ্চিত হয়ে আপলোড করতে হবে ।
১। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত/ধারাবাহিকভাবে অধ্যায়নরত আছে কিনা,
২। পাঠ বিরতিধারী এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড হতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ না করা ।
৩। শিক্ষার্থীদের নামীয় অনলাইন ব্যাংক হিসাব নম্বর সঠিক ভাবে পূরণ করা ।

এ বিষয়ে কোন ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠানগণ ব্যাক্তিগতভাবে  দায়ি থাকবেন ।

প্রফেসর ড সৈয়দ মোঃ গোলাম ফারুক 
মহাপরিচালক 
সূত্র ঃ http://dshe.gov.bd/




Post a Comment

0 Comments